শিলিগুড়ি,২৯ জানুয়ারিঃ শহরের রাস্তা যানজট ও দখলমুক্ত করতে ধারাবাহিক অভিযান চলছে। কখনও ইস্টার্ন বাইপাস, কখনও সেবক রোড, আবার কখনও বিধান রোড—শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ট্রাফিক গার্ডের পক্ষ থেকে রাস্তা ও ফুটপাত দখলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার ৫৫ নম্বর জাতীয় সড়কের দার্জিলিং মোড় এলাকায় বিশেষ অভিযান চালায় শালবাড়ি ট্রাফিক গার্ড। অভিযান চলাকালিন রাস্তায় অবৈধভাবে বসানো দোকানপাট উচ্ছেদ করা হয়। ট্রাফিক পুলিশের দাবি, এর আগেও একাধিকবার রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা করা দোকানদারদের সতর্ক করা হয়েছিল। কিন্তু বারবার সতর্ক করা সত্ত্বেও পরিস্থিতির কোনও উন্নতি না হওয়ায় কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হতে হয়েছে। দার্জিলিং মোড় থেকে সুকনা পর্যন্ত বিভিন্ন এলাকায় রাস্তা ও ফুটপাত দখলের কারণে দীর্ঘদিন ধরেই যান চলাচল ব্যাহত হচ্ছিল। এই কারণেই শালবাড়ি ট্রাফিক গার্ড এই অভিযান চালায়। অভিযানের সময় রাস্তা ও ফুটপাতে রাখা বিভিন্ন সামগ্রী এবং অবৈধভাবে পার্ক করা একাধিক যানবাহনও বাজেয়াপ্ত করা হয়।
