শিলিগুড়ি,৭ জানুয়ারিঃ জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ওপর আক্রমণের ঘটনায় মুখ খুলল এবিভিপি। এদিন শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এবিভিপির তরফে একটি সাংবাদিক সম্মেলন করা হয়। এই ঘটনাটি কমিউনিস্ট দলের একটি সুপরিকল্পিত পরিকল্পনা বলে জানায় এবিভিপি।
এবিভিপির তরফে গনেশ কান্তি জানান, ঘটনাটি শুরু হয় চলতি মাসের ১ তারিখ থেকে। অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি করছিল কমিউনিস্ট দল। তখনই এবিভিপি এর কর্মীরা এর বিরোধিতা করেন। এরপর বাইরে থেকে লোক ক্যাম্পাসে নিয়ে আসে বামপন্থী দল। অভিযোগ, বাইরে থেকে আসা লোকেরা চড়াও হয় এবিভিপি এর কর্মকর্তাদের ওপর। প্রায় ২৫ জন কর্মকর্তা হাসপাতালে ভর্তি রয়েছেন।
এবিভিপি এর কর্মকর্তারা জানান, বামপন্থী দলের এই নক্কারজনক পরিকল্পনার পর্দাফাসের চেষ্টায় তৎপর রয়েছে এবিভিপি। তারা আরও জানান পশ্চিমবঙ্গে ছাত্ররাজনীতির কোমড় ভেঙে দিয়ে রাজ্য সরকারের দিল্লির ছাত্র রাজনীতির স্বার্থে কথা না বলাই ভালো।