জলপাইগুড়ি, ১৭ এপ্রিলঃ করোনা মোকাবিলায় সারা দেশে চলছে লকডাউন। আর এই লকডাউনের জেরে বিপাকে জলপাইগুড়ি ব্লকের কৃষকরা। লকডাউনের কারণে সবজির দাম নেই। বাজারে চাহিদা না থাকার কারনে সবজির পচন ধরেছে জমিতেই।
এই অবস্থায় ঋন করে সবজি ফলিয়ে মাথায় হাত পড়েছে কৃষকদের।কিভাবে ঋন শোধ করবেন তা নিয়ে চিন্তায় কৃষকেরা।
কৃষকরা জানান, খেতে টমেটো নষ্ট হচ্ছে কিন্তু তুলতে পারছেন না। কারণ টমেটো তুললে ফসলের সেই খরচই উঠবে না। এর ফলে টমেটো মাঠেই নষ্ট হচ্ছে। জলপাইগুড়ি সদর ব্লকের বিভিন্ন এলাকায় এই চিত্রটাই ফুটে উঠেছে।