শিলিগুড়ি,১৭ আগস্টঃ ‘সংখ্যালঘু মানুষের জন্য কী করছেন? শুধু ভোট নিয়েছেন, রাজনীতির লাভ নিয়েছেন। তাদের উন্নয়নের জন্য কিছু করেনি তৃণমূলের সরকার’। শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে এমনইভাবে সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী জন বার্লা কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে।
মঙ্গলবার সকালে বাগডোগরা বিমানবন্দরে নামেন তিনি। সেখানে তাঁকে সংবর্ধনা জানান বিজেপি নেতা কর্মীরা। এরপরই মাল্লাগুড়ির কাছে বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন জন বার্লা। এদিন তিনি ছাড়াও সাংবাদিক বৈঠকে দার্জিলিং জেলার সাংসদ রাজু বিস্ত, জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় ও বিজেপি বিধায়কেরা উপস্থিত ছিলেন।
এদিন জন বার্লা বলেন, তৃণমূল ভয় পেয়েছে।সেকারণে আমাদের নেতা কর্মীদের আজ অনেক জায়গায় গ্রেফতার করেছে পুলিশ।মানুষ সব দেখছে।আসন্ন লোকসভা নির্বাচনে এবার জবাব দেবে মানুষ।বিধানসভা নির্বাচনে মানুষ আস্থা দেখিয়েছে আমাদের প্রতি। এছাড়াও বলেন, তৃণমূল ছলে বলে বেশী ভোট পেয়েছে। আর প্রধানমন্ত্রী উন্নয়ন করতে চাইছেন। কিন্তু কেন্দ্রের সরকারের সঙ্গে রাজ্যের সরকার বিবাদ করছে।
অন্যদিকে এদিনের সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা কর্মীদের গ্রেফতার করার ঘটনায় ক্ষোভপ্রকাশ করেন সাংসদ রাজু বিস্ত।