শিলিগুড়ি, ৩১ মেঃ শিলিগুড়ি পুরনিগমের জল সরবরাহের ক্ষেত্রে গাফিলতির অভিযোগ তুলে জনস্বার্থে মামলা দায়ের করবেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ।শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন তিনি।
বিধায়ক শঙ্কর ঘোষের অভিযোগ, প্রায় কুড়ি দিন থেকে শহরবাসীকে দূষিত জল সরবরাহ করেছে শিলিগুড়ি পুরনিগম।এর থেকে প্রশ্ন উঠছে রাজ্যে যে সমস্ত জায়গায় জল সরবরাহ করা হয় তা কতটা বিশুদ্ধ।সেই জলের পরীক্ষা-নিরীক্ষা করা হয় কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।এই নিয়ে রাজ্য জনসাস্থ্য ও কারিগরি বিভাগকে জানানো হবে বলে জানান শঙ্কর ঘোষ।