খড়িবাড়ি, ৯ ফেব্রুয়ারিঃ জল জীবন মিশন প্রকল্পের আওতায় খড়িবাড়ির থানঝোড়া এলাকার চুচুরমুচুর গ্রামে তৈরি হয়েছে জল প্রকল্প।জল সরবরাহের জন্য নিয়োগ করা হয়েছে অস্থায়ী কর্মী।তবে স্থানীয় বাসিন্দাদের বাদ দিয়ে বাইরের লোককে কাজ নিতেই বিক্ষোভে নামলেন স্থানীয় বাসিন্দারা।
জানা গিয়েছে, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জল জীবন মিশন প্রকল্পের আওতায় থানজোড়া চা বাগানের ৩ নম্বর লাইনে পাম্প হাউস হয়েছে।সেখানে জল সরবরাহের জন্য নিয়োগ করা হয়েছে অস্থায়ী কর্মী।
তবে স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে বাইরে লোককে পাম্প অপারেটর হিসেবে নেওয়া হয়েছে।গোটা ঘটনায় গ্রামবাসীরা লিখিত অভিযোগে দায়ের করেন প্রধানকে।
এই বিষয়ে বুড়াগঞ্জ গ্ৰাম পঞ্চায়েত প্রধান অনিতা রায় বলেন, আমাকে এই বিষয়ে স্থানীয়রা অভিযোগ জানিয়েছেন।জল জীবন মিশনের অপারেটর জন্য কর্মী নেওয়া হয়েছে, সেটা ঠিকাদারী এজেন্সি নিয়োগ করবেন।তবে স্থানীয়দের অভিযোগ খতিয়ে দেখা হবে।
অন্যদিকে শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাদক্ষ কিশোরী মোহন সিংহ জানান, যেহতু চা বাগানের জমিতে এই জলপ্রকল্প তৈরি হয়েছে।তাই বাগান সিদ্ধান্ত নিয়েছে।রাজনৈতিক কোনো ব্যাপার নেই বলে জানান তিনি।