২৭ নম্বর ওয়ার্ডে পানীয় জল প্রকল্পের শিলান্যাস করলেন প্রশাসক অশোক ভট্টাচার্য

শিলিগুড়ি, ২০ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ি পুরনিগমের অন্তর্গত ২৭ নম্বর ওর্য়াডে পানীয় জল প্রকল্পের শিলান্যাস করলেন প্রশাসক অশোক ভট্টাচার্য।


জানা গিয়েছে, বিধায়ক উন্নয়ন তহবিল থেকে প্রায় ৪০ লক্ষ টাকা ব্যয়ে জোৎস্নাময়ী উচ্চবালিকা বিদ্যালয়ের দেওয়া জমিতে বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের শিলান্যাস করেন তিনি।এই পানীয় জল প্রকল্পে সবথেকে বেশী উপকৃত হবে ২৭, ও  ২৮ নম্বর ওর্য়াড।

এদিনের শিলান্যাস অনুষ্ঠান স্কুলের প্রধান শিক্ষিকা শুক্লা দাস, জলবিভাগের দায়িত্বে থাকা প্রশাসক মন্ডলীর সদস্য শরদিন্দু চক্রবর্তী সহ অন্যান্যরা।


অশোক ভট্টাচার্য জানান, বর্তমানে শহরে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা থাকলেও তা জনসাধারনের চাহিদা মেটাতে অক্ষম।শিলিগুড়ি শহরে প্রথমে পুরনিগমের পক্ষ থেকে পানীয় জলের ব্যবস্থা গ্রহন করা হয় তখন জনসংখ্যা ছিল ২ লক্ষ এখন বেড়ে হয়েছে ৭ লক্ষ।তাই পুরনিগম পানীয় জলের সমস্যা মেটাবার চেষ্টা করে চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişcasino siteleriDeneme BonuslarOnwincasibom girişbahsegel girişcasino sitelericasibom giriscasibomholiganbetholiganbet girişcasibom güncel adresionwinBETS 10pusulabet giriş