ধূপগুড়ি,১৬ মার্চঃ ধূপগুড়ি ব্লক সংলগ্ন ধাওলাগুড়ি এলাকার জলঢাকা নদীর চর থেকে হরিন উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা।
জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর নাগাদ জলঢাকা নদীর তীরে একটি বার্কিং প্রজাতির হরিণ দেখতে পান এলাকার বাসিন্দা শৈলেন রায়।খবর ছড়িয়ে পড়তেই হরিণটিকে দেখতে আশেপাশের বাসিন্দারা ছুটে আসেন।এরপরই ঘটনার খবর দেওয়া হয় বনদপ্তরে।পরবর্তীতে বনদপ্তরের কর্মীদের হাতে হরিণটিকে তুলে দেন গ্রামবাসীরা।