নকশালবাড়ি, ৭ জুলাইঃ টাইম কল থাকলেও জল পড়ে না!বাড়িতেও জলের কলে জল আসে না।জলের দাবিতে নকশালবাড়ি-খড়িবাড়িগামী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন নকশালবাড়ির দক্ষিণ স্টেশন পাড়ার বাসিন্দারা।
জানা গিয়েছে, গত একবছর ধরে এলাকায় জল নেই।৩-৪ কিলোমিটার দূরে গিয়ে জল আনতে হয়।এই কারণে এদিন রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা।আগামীদিনে জলের ব্যবস্থা না হলে বৃহত্তর আন্দোলন হবে বলে জানান তারা।
এই বিষয়ে নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান জানান, আমাদের কাছে অভিযোগ আসলেই আমরা পিএইচইকে জানাই।বিষয়টি জানানো হয়েছে।দ্রুত সমাধান হবে।
অন্যদিকে শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ বলেন, দ্রুত সমস্যার সমাধান হবে।ডিসেম্বরের মধ্যে বাড়ি বাড়ি জল পৌঁছাবে এবং এলাকায় জল সমস্যা সমাধানের জন্য সৌরচালিত জল প্রকল্প করা হবে।