বাগডোগরা, ৪ অক্টোবরঃ পুজোর মুখে পরিশ্রুত পানীয় জলের দাবিতে বালতি হাতে আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েত দফতরের সামনে বিক্ষোভ দেখালেন লিচুবাগান, গদাধরপল্লী, স্ট্যালিন নগর, হো চি মিন নগর, রবীন্দ্রনগরের এলাকাবাসীরা।
স্থানীয়দের অভিযোগ, প্রায় ৩ বছর ধরে vআপার বাগডোগরা এলাকার বেশ কয়েকটি এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে।কল বসানো হলেও তাতে জল আসে না।দ্রুত পানীয় জল পরিষেবা চালু করার দাবি জানান স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা তথা বিজেপির নেত্রী প্রিয়াঙ্কা সরকার মিত্র জানান, আড়াই বছর ধরে পানীয় জলের সমস্যা রয়েছে বিভিন্ন এলাকায়।এই বিষয়ে আপার বাগডোগরা প্রধান সঞ্জীব সিনহাকে জানানো হলেও সমস্যার সমাধান হয়নি।
অন্যদিকে আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েত প্রধান সঞ্জীব সিনহা জানান, যারা বিক্ষোভ করছেন তারা বিজেপিল লোক।কেন্দ্রীয় সরকারের প্রকল্পে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেডলাইন দেওয়া রয়েছে।জল সমস্যা সমাধানের জন্য আমরা কাজ করছি।