শিলিগুড়ি, ২২ মার্চঃ শিলিগুড়ির ৩৭ নম্বর ওয়ার্ডে আমতলা পাইপ লাইন রোড এলাকায় জলের পাইপ ফেটে জলমগ্ন রাস্তা।সমস্যায় এলাকাবাসী।
জানা গিয়েছে, বেশকিছু আগে এলাকায় জলের পাইপ ফেটে যায়।কিন্তু এখনো পর্যন্ত সেই পাইপ মেরামত করা হয়নি।যার জেরে জলমগ্ন হয়ে রয়েছে গোটা রাস্তা।এরফলে সমস্যায় পড়ছেন স্থানীয় বাসিন্দারা।রাস্তায় গর্ত হয়ে যাওয়ায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
এলাকাবাসীর অভিযোগ, এর আগেও বহু বার পাইপ ফেটে গিয়েছে।বিষয়টি পুরনিগমকে জানানোর পর ঠিক করে দিয়ে চলে যায় কিন্তু আবার কিছুদিন পর সেই একই অবস্থা দেখা যায়।এই ব্যাপারে কাউন্সিলরকে জানানো হলেও এখনও কোনো কাজ করা হয়নি।
এই বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর আলোক ভক্ত ফোনে জানান, বিষয়টি পুরনিগমে জানানো হয়েছে।দ্রুত কাজ করা হবে।