ফুলবাড়িতে পানীয় জলের পাইপ লাইনের কাজের জেরে সমস্যায় স্থানীয়রা

ফুলবাড়ি, ১১ মার্চঃ ফুলবাড়িতে পিএইচই এর পানীয় জলের পাইপ লাইনের কাজ আটকে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা।


জানা গিয়েছে, গজলডোবা থেকে ফুলবাড়ি পর্যন্ত পিএইচই’র পানীয় জলের পাইপ বসানোর কাজ চলছে। ইতিমধ্যে প্রায় সেই কাজ অনেকটাই এগিয়েছে।ফুলবাড়ি পশ্চিমধনতলা গ্রামে পাকা রাস্তা খনন করে পাইপলাইন বসানোর কাজ চলার সময় গ্রামবাসীরা বাঁধা দিলে কাজ বন্ধ হয়ে যায়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাইপ বসানোর ফলে যাতায়াতের সমস্যা হচ্ছে।পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে তাদেরও সমস্যা হচ্ছে।এই পাইপ বসানো হলে পরবর্তী ক্ষেত্রে পাইপ ফুটো হয়ে রাস্তার ক্ষতি হতে পারে।তাই রাস্তা খনন করে জলের পাইপটি না বসিয়ে তিস্তা ক্যানাল দিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন তারা।


ঘটনার খবর পেয়ে শিলিগুড়ি পুরনিগমের মেয়র পারিষদ দুলাল দত্ত গ্রামবাসী ও পঞ্চায়েত সদস্যদের সঙ্গে আলোচনা করেন।তিনি বলেন, কাজ বন্ধ ছিল।তবে আলোচনার পর আর কোন সমস্যা নেই।যে রাস্তাটি খনন করে পাইপ বসানো হচ্ছে সেটি তৈরি করেছিল এসজেডিএ।এই পাইপ বসানোর পর সেই রাস্তা আবার মেরামত করে দেওয়া হবে।তবে কিছুটা জায়গা প্রাইভেট ল্যান্ড রয়েছে সেগুলি আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *