রাজগঞ্জ ৬ মার্চঃ ৩ বছর ধরে জলের সমস্যায় ভুগছে রাজগঞ্জ ব্লকের ১ নম্বর টাকিমারি আইসিডিএস সেন্টার অর্থাৎ অঙ্গনওয়াড়ি কেন্দ্র।
গজলডোবা এলাকার টাকিমারি চরে রয়েছে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র।অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রায় ৭০টি শিশু পড়াশোনা করে।কিন্তু পানীয় জলের ব্যবস্থা না থাকায় প্রতিবেশী একটি বাড়ি থেকে জল এনে খেতে হচ্ছে ছাত্রছাত্রীদের।এমনকি মিড-ডে মিল রান্না করার জন্য জল নিয়ে আসতে হচ্ছে প্রতিবেশীর বাড়ি থাকে।
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী নমিতা রায় জানান, এই সেন্টারের পাশে একটি টিউবঅয়েল থাকলেও তা দীর্ঘদিন থেকে খারাপ অবস্থায় পড়ে আছে। তাই পাশের বাড়ি থেকে জলে এনে রান্না করতে হচ্ছে। ছাত্র-ছাত্রীদের জল খেতে নানা সমস্যা হচ্ছে। শিশুরা পাশের বাড়িতে জল খেতে গেলে বাড়ির অভিভাবকরা অভিযোগ করছেন। তিনি বলেন, বিষয়টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সুপারভাইজারকে জানিয়েছি। কিন্তু এখনও কোনো সুরাহা হয়নি।