শিলিগুড়ি, ১০ নভেম্বরঃ ছাদহীন অবস্থায় রয়েছে পানীয় জলের ট্যাঙ্ক,আতঙ্কে স্থানীয় বাসিন্দারা।দ্রুত মেরামতের দাবীতে মঙ্গলবার বিক্ষোভ প্রদর্শন করল ৩১নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস।
জানা গিয়েছে, পরিশ্রুত পানীয় জল সরবরাহের জন্য ৩১ নম্বর ওয়ার্ডে রয়েছে একটি বড় কংক্রিটের পানীয় জলের ট্যাঙ্ক।ফুলবাড়ি থেকে পরিশ্রুত পানীয় জল এই ট্যাঙ্কে এসে জমা হয়।এরপর সেখান থেকে ৩১ ও ৩২ নম্বর ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ডে জল সরবরাহ করা হয়।
তবে দীর্ঘদিনের পুরনো ট্যাঙ্কের ছাদটি হঠাৎ ভেঙে পড়ায় ছাদহীন অবস্থায় রয়েছে জলের ট্যাঙ্কটি।এই বিষয়টি জানাজানি হতেই মানুষের মনে তৈরি হয়েছে আতঙ্ক। দ্রুত এর মেরামতের দাবি জানিয়ে মঙ্গলবার বিক্ষোভ প্রদর্শন করে ৩১নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস। এই বিষয়ে ওয়ার্ড কো-অর্ডিনেটর দীপা বিশ্বাস বলেন, দ্রুত মেরামতের ব্যবস্থা করা হবে।