জলহীন শিলিগুড়ির বিভিন্ন ওয়ার্ড, জল সমস্যার জন্য দায়ী পুরনিগম- বললেন প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য

শিলিগুড়ি, ২৭ ডিসেম্বরঃ গত কয়েকদিন ধরেই জলহীন শহরের বিভিন্ন ওয়ার্ড।অনেক জায়গায় মিলছে না পর্যাপ্ত পানীয় জল।এরফলে সমস্যায় শহরবাসী। 


জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই শহরে পানীয় জলের সমস্যায় ভুগছেন বাসিন্দারা।অনেক জায়গায় কিছুক্ষণ জল এসেই আবার চলে যাচ্ছে।এদিকে গত দুদিন ধরে অনেক ওয়ার্ডে একেবারের আসছে না জল।এই নিয়েই ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা।

শহরে এই জল সংকটের জন্য পুরনিগমকেই দায়ী করলেন প্রাক্তন মেয়র তথা বাম নেতা অশোক ভট্টাচার্য।তিনি বলেন, জল নিয়ে যে সমস্যা শুরু হয়েছে শিলিগুড়িতে তা দেখে মনে হচ্ছে শহরে কোন পুরনিগমই নেই।জল সমস্যায় ভুগছে শহরবাসী এই নিয়ে কোনোরকম হেলদোল নেই বর্তমান পুর বোর্ডের।এই নিয়ে শহরের মানুষকে পথে নামা উচিত।


অন্যদিকে পুরনিগমের জল বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ দুলাল দত্ত জানান, এই সমস্যা নতুন কিছু নয়।বাম বোর্ডের সময়ও এই সমস্যা ছিল।বর্তমানে এই সমস্যা হলেও যত দ্রুত সম্ভব সেই সমস্যার সমাধান করা হচ্ছে।পাশাপাশি তিনি আরও বলেন,গজলডোবায়  ৫১১ কোটি টাকার একটি নতুন পানীয় জল প্রজেক্ট খুব দ্রুত শুরু হতে চলেছে।সেটা সম্পুর্ন হলে স্থায়ীভাবে  শহরবাসীর জল সমস্যা মেটানো সম্ভব হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *