শিলিগুড়ি,২০ জুলাইঃ শিলিগুড়ি শহরজুড়ে পানীয় জলের সমস্যা নতুন নয়। কিন্তু গত কয়েকদিন ধরেই ঠিকঠাক পানীয় জল আসছে না ওয়ার্ডগুলিতে। কিছু এলাকায় টাইম কলে জল এলেও তা কিছুক্ষণের মধ্যেই চলে যাচ্ছে।এই পানীয় জল নিয়ে শাসক দল এবং বিরোধীদের মধ্যেও ব্যাপক তরজা শুরু হয়েছে। কিন্তু কেন এই পানীয় জলের সমস্যা হচ্ছে তা জানেন কি?
ইতিমধ্যেই শিলিগুড়ি পুরনিগমের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।সেখানে বলা হয়েছে, বিগত কয়েকদিন ধরে ভুটান,শিলিগুড়ি এবং পাহাড়ে অতিভারি বৃষ্টির জেরে জলে বালি,পলিমাটি ও আবর্জনা মিশে ফুলবাড়ি জলাধারে মিশছে।যে কারণে জল বিশুদ্ধিকরণে সমস্যা হচ্ছে।তবে সমস্যা সমাধানে তৎপর শিলিগুড়ি পুরনিগম।খুব শীঘ্রই সমস্যার সমাধান হবেও বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
পানীয় জলের সমস্যা নিয়ে সোচ্চার হয়েছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।অন্যদিকে জলের সমস্যার সমাধান চেয়ে পুর কমিশনারের দারস্থ হয়েছেন বাম কাউন্সিলররা।
তবে পানীয় জলের সমস্যার স্থায়ী সমাধান করতে তৎপর শিলিগুড়ি পুরনিগম।সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার।