শিলিগুড়ি,২৩ সেপ্টেম্বরঃ টানা বৃষ্টিতে জলমগ্ন শহরের বিভিন্ন এলাকা।বুধবার সকালে বৃষ্টিকে উপেক্ষা করে জলমগ্ন ওয়ার্ডগুলি পরিদর্শনে বের হলেন প্রশাসক তথা বিধায়ক অশোক ভট্টাচার্য।তার সাথে ছিলেন পুরনিগমের অন্যান্য আধিকারিকেরা।
এদিন সকালে পুরনিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে হায়দারপাড়ায় যান অশোক ভট্টাচার্য।সাংবাদিকদের মুখোমুখি হয়ে অশোক বাবু জানান, বৃষ্টির পরিমাণ অধিক হওয়ায় কারণে রাস্তায় জল দাঁড়িয়েছে।পাশাপাশি বেশ কিছু অসাধু ব্যবসায়ী ড্রেনের উপর স্ল্যাব বসিয়ে নিকাশি ব্যবস্থার গতিরোধ করার কারনে নতুন করে জল জমার কারণ হয়ে দাঁড়িয়েছে।কি করে দ্রুত এর থেকে শহরকে রেহাই দেওয়া যায় সেই কারণে আজ পুরনিগমের আধিকারিকদের নিয়ে তিনি পরিদর্শনে বেরিয়েছেন।তিনি আশাবাদী খুব দ্রুত এই সমস্যা থেকে রেহাই পাবে শহরবাসী।