জলপাইগুড়ি,৪ মার্চঃ দীর্ঘ প্রতীক্ষার পর খুলে দেওয়া হল জলপাইগুড়ি করলা সেতু।শহরবাসীর কাছে এই সেতু দোলনা সেতু বলে পরিচিত।বর্তমানে পায়ে হেঁটে ও সাইকেলে যাতায়াত করছেন শহরবাসী।তবে চলতি সপ্তাহে গাড়ি চলাচলের জন্য সেতু খুলে দেওয়া হবে বলে সূত্রের খবর।
প্রসঙ্গত, পুরনো এই সেতু দুর্বল হয়ে পড়ায় কোনও ঝুঁকি না নিয়ে নতুন ধাঁচে সেতু তৈরি করতে উদ্যোগ গ্রহণ করেছিল উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর।সম্পূর্ণ সেতু ভেঙে ছ’মাসের মধ্যে নতুন সেতু তৈরি করার আশ্বাস দেয় ওই দফতর। কিন্তু প্রায় তিন বছর হয়ে গেলেও সেতুর কাজ সম্পূর্ণ না হলে বেশ কয়েকবার আন্দোলনে নামে শহরবাসী।
ওই এলাকার এক বাসিন্দা জানান, এখন পায়ে হেঁটে নতুন সেতু দিয়ে যাতায়াত করছি।সেতু দিয়ে না আসলে টোটো ভাড়া লাগতো কুড়ি টাকা।নির্বাচন ঘোষণা হওয়াতে উদ্বোধন না করেই সেতু খুলে দিয়েছে উন্নয়ন দফতর।