জলপাইগুড়ি,২১ ফেব্রুয়ারিঃ উত্তরবঙ্গের বিখ্যাত শৈবতীর্থ জল্পেশ। এই জল্পেশে প্রতিবছর শিব চতুর্দশীতে জল্পেশ মেলার আয়োজন করা হয়ে থাকে। আজ জল্পেশ মেলার উদ্বোধন করলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব।
সেখানে উপস্থিত ছিলেন অনগ্রসর শ্রেনী কল্যান দপ্তরের মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন। শিব চতুর্দশী উপলক্ষ্যে জল্পেশে ভিড় ছিল চোখে পড়ার মত।
শিব চতুর্দশী উপলক্ষ্যে হাজার হাজার পুন্যার্থী আসেন জল্পেশে শিবের মাথায় জল ঢালতে। শুক্রবার জল্পেশে আসা পুন্যার্থীদের জন্য জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে করা হয়েছে পুলিশ ক্যাম্প। ২৪ ঘন্টার জন্য থাকছেন তিনজন DSP। থাকছে বিরাট পুলিশ বাহিনী। আজ সকাল থেকে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা থেকে মানুষ এই ঐতিহাসিক শৈব তীর্থে ভিড় জমিয়েছেন। তবে আগামিকাল ব্যপক ভিড় হবে বলে মনে করছেন জল্পেশ মন্দির কমিটি।
ময়নাগুড়ির ইন্দিরা মোড়ে একটি পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ বানানো হয়েছে। ময়নাগুড়ির থানার পক্ষ থেকে নিরাপত্তার জন্য কড়া নজরদারি করা হচ্ছে। জল্পেশ মন্দিরের নিরাপত্তার দিক খতিয়ে দেখতে সিসিটিভি বসানো হয়েছে বলে জানান মন্দির কমিটির সম্পাদক গিরিন্দ্রনাথ দেব।
মেলায় কৃষি দপ্তর, জেলা শিল্প দপ্তর, এসজেডিএ এর তরফে স্টল দেওয়া হয়েছে।