শিলিগুড়ি,৯ মেঃ চার বছর বয়সে তবলায় হাতেখড়ি এরপর থেকে নেশা আর পেশা দুটোই তবলা।
দেশজুড়ে বিভিন্ন অনুষ্ঠান করে এবং তবলা শিখিয়ে দিব্যি দিন কাটাচ্ছিলেন দক্ষিণ দেশবন্ধুপাড়ার উৎপল দে।এইবছর মাধ্যমিক পরীক্ষার সময় থেকেই অনুষ্ঠান কমে আসতে শুরু করে এবং তারপরেই লকডাউন।এই অবস্থায় টান পড়েছে সংসারেও।মধ্যবিত্ত পরিবারের উৎপল বাবু এমন এক পেশার সঙ্গে যুক্ত যে কারও কাছে হাত পাততেও মন সায় দেয় না।তবে এই জমানো পুঁজি দিয়ে কতদিন আর চলবে সেটাও এখন ভাবার বিষয় হয়ে দাড়িয়েছে।তাই মুখ্যমন্ত্রীর কাছে তিনি আবেদন করছেন এই সংকটের দিনে যাতে তাদের দিকেও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়।
সারাদিন বাড়িতে এখন অঢেল সময়, পরিবারের সাথে সময় কাটানোর পাশাপাশি বাড়িতেই তবলার প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন তিনি।তবে তার মধ্যেও মাথায় চিন্তা ঘুরপাক খাচ্ছে কবে দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে, কবে নিজেদের পরিস্থিতি স্বাভাবিক হবে।