ফাঁসিদেওয়া, ২৮ মার্চঃ জমি বিবাদের জেরে দাদার পেটে চাকু মেরে পলাতক ভাই।ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুরের পতিমোহন জোত গ্রামের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।জখম ব্যক্তির নাম অমূল্য সিংহ।
জানা গিয়েছে,বহুদিন ধরেই পৈত্রিক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝামেলা চলছিল। মঙ্গলবার ফের দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে ঝামেলা শুরু হয়।এরপর হঠাৎই হাতাহাতি ও পরে দাদার পেটে চাকু মারে ভাই নির্মল সিংহ।গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফাঁসিদেওয়া ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ।গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।