জমি বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা রাজগঞ্জে,তদন্তে পুলিশ  

রাজগঞ্জ, ৪ ডিসেম্বরঃ জমি বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল রাজগঞ্জের বন্ধুনগর এলাকায়। টাটা মোটরসের কমার্শিয়াল গাড়ির বিক্রয় ও সার্ভিসিং সেন্টারে ভাঙচুরের অভিযোগ।
অভিযোগ, শোরুমের পাশেই একটি জমি শিল্প স্থাপনের উদ্দেশ্যে কিনে রেখেছেন সংস্থার মালিক বিশাল আগরওয়াল।কিন্তু স্থানীয় কয়েকজন ব্যক্তি  জোর করে সেই জমি দখল করতে যায়।
বিশাল আগরওয়াল জানান, তাদের বাধা দেওয়ায় দুষ্কৃতীরা তাঁর গাড়ি ভাঙচুর করে এবং শোরুমের মূল গেটে তালা লাগিয়ে দেয়। পাশাপাশি বাইরে বের হলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। ঘটনার পরই ভোরের আলো থানায় ফোন করেন তিনি।  পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তিনি ও তাঁর কর্মচারীরা শোরুম থেকে বের হতে পারেন।  
অন্যদিকে স্থানীয় বাসিন্দা সরিতা বেগম ও তার স্বামীর বক্তব্য, এই জমি তার স্বামীর পৈত্রিক সূত্রে প্রাপ্ত। বিশাল আগরওয়াল ও এলাকার কিছু জমি মাফিয়া জোর করে জমিটি দখল করতে চাইছেন বলে অভিযোগ করেন তারা।বাধা দিতে গেলে তার ছেলেকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ।সুষ্ঠভাবে বিচারের দাবি জানিয়েছেন সরিতা বেগম।
ভোরের আলোর থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *