শিলিগুড়ি, ১৮ জুনঃ শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনের জমি দখলের ঘটনায় গ্রেফতার হল আরও দুজন। মন্দারমনি থেকে গ্রেফতার করা হয়েছে দুজনকে।ধৃতদের নাম বিধান হালদার(৪০) শক্তিগর এলাকার বাসিন্দা এবং সঞ্জয় শিকদার(৩২)শুভাষপল্লী এলাকার বাসিন্দা।রামকৃষ্ণ মিশনের জমি দখলের মামলায় এই নিয়ে গ্রেফতার ১৩ জন।
প্রসঙ্গত, গত ১৯ মে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে মিশনের জমি দখলের চেষ্টা করে জমি মাফিয়ারা।ঘটনার পর রামকৃষ্ণ মিশনের তরফে ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।অভিযোগের ভিত্তিতে একে একে গ্রেফতার হয় কেজিএফ গ্যাং এর সদস্য সহ ১১ জন অভিযুক্ত।তাদের মধ্যে ছিল মূল অভিযুক্ত প্রদীপ রায়, কেজিএফ গ্যাং এর মাস্টারমাইন্ড অলোক দাস।
এই ঘটনার তদন্তে নেমে সোমবার মন্দারমনি থেকে দুজনকে গ্রেফতার করে পুলিশ।ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।পুলিশ সূত্রে খবর, কুখ্যাত জমি মাফিয়ার সঙ্গে জড়িত রয়েছে ধৃতরা।গোটা ঘটনার তদন্তে পুলিশ।