আলিপুরদুয়ার,২৫ ফেব্রুয়ারিঃ আলিপুরদুয়ার জেলার কামাক্ষাগুড়ির বাসিন্দা শ্যামাপ্রসাদ দত্ত রায়।পেশায় ভ্যান চালক তিনি।লক্ষ্য থ্যালাসেমিয়া মুক্ত সমাজ ও দেশ গড়ার।এই নিয়ে বহু বছর ধরে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি।
নিজের লক্ষ্য পূরণের উদ্দেশ্যে শ্যামাপ্রসাদ বাবু থ্যালাসেমিয়া চিকিৎসা কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ গ্ৰহণ করেছেন।মঙ্গলবার নিজের জন্মদিনে এই চিকিৎসা কেন্দ্র গড়ে তোলার জন্য নিজের সামান্য জমির অংশ থেকে ২ ডেসিমেল জমি প্রদান করে তাতে ভবনের শিলান্যাস করেন তিনি।
তিনি বলেন, আমাদের এলাকার মানুষদের এই রোগ পরীক্ষা ও চিকিৎসার জন্য একটি ভবন প্রয়োজন।তাই নিজ উদ্যোগেই এই এলাকায় একটি থ্যালাসেমিয়া চিকিৎসা কেন্দ্র তৈরি করতে চাই।যেখানে একজন চিকিৎসক রেখে আগামী দিনে এলাকার থ্যালাসেমিয়া আক্রান্ত মানুষদের বিনামূল্যে চিকিৎসা করা হবে।