জমিদাতাদের আন্দোলন ঘিরে উত্তেজনা তিনবাত্তিতে, আটক বহু

শিলিগুড়ি,২ ফেব্রুয়ারিঃ সোমবার থেকে শিলিগুড়ির তিনবাত্তি মোড়ে তিস্তা ব্যারেজ প্রকল্পের অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন জলপাইগুড়ি ল্যান্ড লুজার কমিটির সদস্যরা।মঙ্গলবার এই জমিদাতাদের আটক করল এনজেপি থানার পুলিশ।


মঙ্গলবারও সকাল থেকেই তিস্তা ব্যারেজ প্রকল্পের অফিস বন্ধ করে রেখেছিল জমিদাতারা।কোনও আধিকারিক এবং কর্মীদের সেখানে ঢুকতে দেওয়া হয়নি।সেখানে জাতীয় সড়কের পাশে জমিদাতারা আন্দোলন করছিলেন।অন্যদিকে পুলিশের তরফে দুপুরে আন্দোলনকারীদের সেখান থেকে সরে যেতে বলা হয়।মাইকিংও করা হয় পুলিশের তরফে।কিন্তু এরপরেও আন্দোলনকারীরা সেখান থেকে না সরলে এবং দপ্তর বন্ধ করে রাখায় তাদেরকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

প্রসঙ্গত, তিস্তা ব্যারেজ প্রকল্পের জন্য ১৯৮৪ সাল থেকে ২০০৬ সাল অবধি প্রচুর মানুষ জমি দিয়েছিলেন।জলপাইগুড়িরও প্রচুর মানুষ এই প্রকল্পের জন্য জমি দিয়েছিলেন।জলপাইগুড়ি ল্যান্ড লুজার কমিটির সদস্যদের অভিযোগ, তারা আংশিক ক্ষতিপূরণ পেলেও সরকারি চাকরি পাননি।যে কারণে সরকারি চাকরি এবং ক্ষতিপূরণের দাবিতে আন্দোলনে সরব হয়েছেন।বিষয়টি নিয়ে রাজ্যের মন্ত্রীদের সঙ্গে বৈঠকের দাবি জানিয়েছিলেন তারা।সেই দাবি পূরণ না হওয়াতে তারা আন্দোলন শুরু করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *