শিলিগুড়ি,৪ মার্চঃ দীর্ঘদিন ধরে পূর্ত দপ্তরের জমি দখল করে রয়েছে দোকান ও ক্লাব। অবশেষে হাইকোর্টের রায়ে জমি দখলমুক্ত করা হল শিলিগুড়িতে। ভাঙা হল অবৈধ নির্মাণ।
থানা মোড়ের কাছে এস এফ রোডের একপাশে পূর্ত দপ্তরের জমি দখল করে রেখেছিলেন বেশ কয়েকজন।তারপরই জমি দখলমুক্ত করার জন্য বেশকয়েকবার নোটিশও দেওয়া হয়।কিন্তু তারপরও ওই জমি দখল করে রেখেছিল কয়েকজন। সেখানে ৬ টি দোকান ও ১ টি ক্লাব সেই জমি দখল করে তৈরি করা হয়েছিল। অবশেষে আদালতে মামলা গড়ায়। হাইকোর্ট জমি দখলমুক্ত করতে বলে। তারপরই পূর্ত দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে ও বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে বৃহস্পতিবার জমি দখলমুক্ত করা হয়। সেখানে থাকা দোকান ও ক্লাব ভেঙে দেওয়া হয়।
এদিকে এদিন অবৈধ নির্মাণ ভাঙার সময় ২ ব্যবসায়ী বাঁধাও দেয়।এরপর শিলিগুড়ি থানার পুলিশ ২ জনকে আটক করে।