শিলিগুড়ি,৪ এপ্রিলঃ পোড়াঝাড়-কাওয়াখালি ভূমিরক্ষা কমিটি ও তিস্তা-মহানন্দা প্রকল্প ভূমিরক্ষা কমিটির যৌথ অভিযান। জমি ফেরাতে জেলাশাসককে স্মারকলিপি প্রদান করল সংগঠনের সদস্যরা।
সরকারি প্রকল্পের নামে জমি নিয়ে কোনও ক্ষতিপূরণও দিচ্ছে না সরকার। এই অভিযোগে বেশ কয়েক বছর ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছে শিলিগুড়ির পোড়াঝাড়-কাওয়াখালি ভূমিরক্ষা কমিটি ও তিস্তা-মহানন্দা প্রকল্প ভূমিরক্ষা কমিটির ভূমিহারা কৃষকরা। বৃহস্পতিবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে থেকে যৌথভাবে একটি প্রতিবাদ মিছিল বের করে এই দুই সংগঠন। এদিন মিছিল করে মহকুমা শাসকের কার্যালয়ে গিয়ে জেলাশাসক ও মহকুমা শাসককে স্মারকলিপি দিতে গেলে পুলিশের বাধার মুখে পড়তে হয় তাদের। পরে আন্দোলনকারীদের কয়েকজন ভেতরে প্রবেশ করে স্মারকলিপি জমা দেন।
সংগঠনের পক্ষ থেকে গৌতম ঘোষ জানান,দীর্ঘদিন ধরে এই আন্দোলন চলিয়ে গেলেও তাদের দাবি নিয়ে তারা কোনও সদুত্তর পাচ্ছে না।যদি তাদের দাবির প্রতি কোনরুপ সহানুভূতি না দেখানো হয় তাহলে আগামীতে আরোও বড় ধরনের আন্দোলন গড়ে তোলা হবে।
