রাজগঞ্জ, ১১ সেপ্টেম্বরঃ রাজগঞ্জের ফাটাপুকুরের জমি মাফিয়াদের দাপটে অতিষ্ঠ শিলিগুড়ির জমি মালিক।ইতিমধ্যেই এই বিষয়ে রাজগঞ্জ থানায় এবং বিডিও’কে লিখিত অভিযোগ জানিয়েছেন জমি মালিক রাজেশ আগরওয়াল।এছাড়াও বিষয়টি জানিয়ে মুখ্যমন্ত্রীর কাছেও চিঠি পাঠিয়েছেন তিনি।
রাজেশ বাবু জানান, তিনি শিলিগুড়ির বাসিন্দা। ২০১৩ সালে ফাটাপুকুর এলাকায় প্রায় ১৩ বিঘা জমি কেনেন তিনি।প্রথমে সব ঠিকঠাকই ছিল।কিন্তু অভিযোগ, স্কুল করার জন্য সীমানা প্রাচীর দেওয়া শুরু করতেই জমি মাফিয়ারা টাকা দাবি করে হুমকি ফোন করতে থাকে।টাকা না দেওয়ায় এর আগে প্রাচীর ভেঙে ফেলা হয়েছিল।বিষয়টি নিয়ে রাজগঞ্জ থানায়, বিডিও অফিস এবং বিধায়ককে জানানো হয়।স্থানীয় পঞ্চায়েত সদস্য ও পুলিশের উপস্থিতিতে বৈঠকও করা হয়।তবুও জমি মাফিয়ারা টাকা দাবি করে ফোনে হুমকি দিচ্ছে।বৃহস্পতিবারও কে বা কারা প্রাচীরের একাংশ ভেঙে বাঁশের বেড়া দিয়ে দেয়।রাজগঞ্জ থানায় এবং বিডিও কে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে।পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও এই বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।
রাজেশবাবু আরও বলেন, ‘ফাটাপুকুরে জমি কিনে এতদিনে বুঝেছি এলাকায় জমি মাফিয়ারা খুব সক্রিয়। বিভিন্ন মহলে অভিযোগ জানিয়েও মাফিয়াদের দাপট কমছে না।এরকম চলতে থাকলে এলাকায় কারখানা করা সম্ভব না।তাই বিনিয়োগকারিদের বার্তা দিতে চাই তারা যেন ফাটাপুকুর এলাকায় ইণ্ডাষ্ট্রি না করেন’।