রাজগঞ্জ,৫ ফেব্রুয়ারি: অবশেষে বসতবাড়ি করার জমি পেয়ে খুশি গজলডোবার জমি প্রদানকারীরা।
গজলডোবা ভোরের আলোতে সেতু নির্মাণের জন্য ১৪টি পরিবারকে উচ্ছেদ করা হয়েছিল। উচ্ছেদের আগে ওই পরিবারগুলিকে সরকারি তরফে ক্ষতিপূরণ এবং বাড়ি করার জন্য জমি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
কিছুদিন আগে নয়টি পরিবার সরকারের দেওয়া জমিতে চলে গেলেও সমপরিমাণ জমি না পাওয়ায় পাঁচটি পরিবার আগের স্থানে থেকে যায়। সোমবার পর্যটনমন্ত্রী গৌতম দেব গজলডোবায় প্রশাসনিক বৈঠকে গিয়ে বিষয়টি জানতে পেরে রাজগঞ্জের বিধায়ক এবং পঞ্চায়েত সমিতির সভাপতিকে নির্দেশ দেন অবিলম্বে ওই জমি প্রদানকারীরাদের সমস্যা সমাধান করার জন্য। এরপর পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায় ঘটনাস্থলে গিয়ে জমি প্রদানকারীরাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনার পর বসতবাড়ির জন্য জমি বন্টন করে দেন। এতে খুশি জমি প্রদানকারীরা।