শিলিগুড়ি, ৬ মার্চঃ শিলিগুড়ি পুরনিগম ভোটের আগে সাধারণ মানুষকে জমির পাট্টার দেওয়ার কাজ শুরু করা হবে এমনটাই জানালেন পর্যটনমন্ত্রী গৌতম দেব।
জানা গিয়েছে, জেনারেল পাট্টা দেওয়ার জন্য সমীক্ষা এবং বেশকিছু নতুন কলোনি ঘোষনা করা হবে।অম্বিকা নগর ও তিনবাত্তি মোড়ে নতুন কলোনি করা হবে।এর জন্য ইতিমধ্যেই সমীক্ষা শুরু হয়েছে।
মন্ত্রী বলেন, শিলিগুড়ি পুরনিগমের ২,৪৫,৪৬,২০,৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জমির পাট্টা দেওয়া হবে।এছাড়াও শিলিগুড়ি মুন্সি প্রেমচাঁদ কলেজে দ্বিতীয় ভবন নির্মান করা হবে।
7 no word a chasta kora dorkar