রাজগঞ্জ,৪ ফেব্রুয়ারিঃ ফুলবাড়িতে ১৩১টি পরিবারের হাতে জমির পাট্টা তুলে দিলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব।এদিন ফুলবাড়ি ২নং গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পর্যটনমন্ত্রী গৌতম দেবের উদ্যোগে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের সহযোগিতায় ভূমিহীনদের হাতে নিঃশুল্ক পাট্টা তুলে দেওয়া হয়।
এই বিষয়ে মন্ত্রী গৌতম দেব বলেন, আজ আমার বিধানসভার তিনটি অঞ্চলে পাট্টা দেওয়া হল।ফুলবাড়ি ২নং অঞ্চলের ১৩১ জনকে নিশুল্ক পাট্টা তুলে দেওয়া হয়েছে।আগামীতে তারা যাতে বাড়ি বানাতে পারে সেজন্য বাংলার আবাস যোজনার মাধ্যেমে ঘর বানাতে সহযোগীতা করা হবে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্নিমা রায়, জলপাইগুড়ি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ দেবাশীষ প্রামাণিক, ফুলবাড়ি ২নং গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলীপ রায় সহ অন্যান্যরা।