শিলিগুড়ি, ৩১ ডিসেম্বরঃ ২০২৫কে বিদায় জানিয়ে নতুন বছর ২০২৬ সালকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত সকলে।নতুন বছরের আগে পুরোনো বছরকে বিদায় জানাতে পিকনিকের আমেজে মেতে উঠেছেন বহু মানুষ।জমজমাট কার্শিয়াঙের দুধিয়া।
বছর শেষে বিভিন্ন জায়গার পাশাপাশি দুধিয়ায় পিকনিকের দলের ভিড়।পাহাড়ি আবহাওয়ায় নাচে গানে মজেছেন সকলে।সঙ্গে রয়েছে খাওয়া দাওয়া বাহারি আয়োজন।কেউ ইসলামপুর, কেউ শিলিগুড়ি সহ বিভিন্ন জায়গা থেকে এই পিকনিক স্পটে এসেছেন।
