শিলিগুড়ি,২৬ নভেম্বরঃ আজ কেন্দ্রীয় নানা নীতির বিরুদ্ধে ও দাবিদাওয়া নিয়ে দেশজুড়ে বামেদের পাশাপাশি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশেনের তরফে বনধ ডাকা হয়েছে।যদিও রাস্তায় বেড়িয়ে জনজীবন স্বাভাবিক রাখার আবেদন করছে তৃণমূল।তবে কেন্দ্রীয় সরকারের নীতির বিরোধিতা করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।
এদিন শিলিগুড়ির রাস্তায় বের হন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রঞ্জন সরকার ও জেলা তৃণমূলের অন্যান্য নেতা-নেত্রীরা।
হিলকার্ট রোড পরিক্রমা করে দার্জিলিং জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জন সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, কেন্দ্রীয় সরকারের নীতির বিরোধিতা করছে তৃণমূল।তবে যে মুহূর্তে সরকারি সম্পত্তিগুলি বিক্রি করছে কেন্দ্রীয় সরকার সেই মুহূর্তে বনধের সমর্থন করা মানে বিজেপিকে সমর্থন করা।বাম,কংগ্রেস এবং বিজেপি যৌথ ভাবে মিলে বাংলায় অশান্তির সৃষ্টি করতে চাইছে।তাই তারা মানুষের কাছে আবেদন করছেন যাতে জনজীবন স্বাভাবিক রাখা হয়।