জলপাইগুড়ি, ২ জুলাইঃ জলপাইগুড়ির চালসা চা-বাগানের সেভেন এ সেকশনে দেখা মিললো জোড়া চিতাবাঘের শাবকের, চা-বাগানের ওই সেকশনে বন্ধ রয়েছে কাজ।
জানা গিয়েছে, শনিবার সকালে বাগানে কাজ করতে গিয়ে চিতাবাঘের শাবকের কান্নার আওয়াজ শুনতে পায় শ্রমিকেরা। এরপর সাহস করে এগিয়ে গেলে বাগানের এক নালায় দুটি চিতাবাঘের শাবক নজরে আসে শ্রমিকদের। খবর জানাজানি হতেই ওই এলাকায় কাজ বন্ধ করে দেয় শ্রমিকেরা, খবর দেওয়া হয় খুনিয়া স্কোয়াডে। বনকর্মীরা এসে ওই এলাকা থেকে সরিয়ে দেয় শ্রমিকদের।
বনকর্মীরা জানান, মা চিতাবাঘ এসে শাবক দুটিকে নিয়ে যাবে। আপাতত ওই এলাকায় কাউকে প্রবেশ করতে বারণ করা হয়েছে।