জরাজীর্ণ রাজগঞ্জের মনুয়াগঞ্জ পোস্ট অফিস, মেরামতের দাবী পোস্টমাস্টার ও কর্মীদের

রাজগঞ্জ, ১০ সেপ্টেম্বরঃ জরাজীর্ণ ঘরে চলছে রাজগঞ্জের মনুয়াগঞ্জ পোস্ট অফিস।দরজা জানালা ভাঙা। টিনের চালে জং ধরে বড় বড় ফুটো তৈরি হয়েছে।বৃষ্টি হলেই জল দাঁড়িয়ে যায় ঘরের মধ্যে।মেঝেতে উইপোকা মাটি তুলে ঢিপ দিয়েছে।এই ঝরাজীর্ণ স্যাতস্যাঁতে ঘরে চলছে পোস্ট অফিসের কাজকর্ম। ‌


জানা গিয়েছে, মনুয়াগঞ্জের হরিহর নিরাশ্রয় সেবাশ্রমের ছোট্ট একটি ঘরে ২০০১ সালে পোস্ট অফিসটি পথচলা শুরু করে।‌আশ্রমটি তৈরি করেছিলেন হরিহরানন্দ মহারাজ। তিনি থাকাকালীন আশ্রম বেশ জাঁকজমক ছিল। ২০১৫ সালে মহারাজ প্রয়াত হন। তারপর আশ্রমটি অভিভাবকহীন হয়ে পড়ে। দেখভালের অভাবে আশ্রমটি কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।একই অবস্থা পোস্ট অফিসের ঘরটির।

মনুয়াগঞ্জ পোস্ট অফিসের অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার আব্দুর রহিম আলী বলেন, অফিস ঘরটি জরাজীর্ণ হয়ে গিয়েছে।বৃষ্টি হলেই ঘরে জল দাঁড়িয়ে যায়।পোস্ট অফিসের মাধ্যমে প্যান কার্ড, আধার কার্ড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি মানুষের কাছে পৌঁছায়।সেইসব নথি ও পোস্ট অফিসের কাগজপত্র ঘরের মধ্যে রাখতে সমস্যায় পড়তে হচ্ছে।‌ঘরটি মেরামত করা হলে ভালো হয় বলে জানান তিনি।


 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomjojobetCasibomcasibom girişcasibomcasibom girişCASİBOMholiganbet girişizmir escort bayancasibomcasibom güncel girişcasibom güncelCasibomCasibom Girişholiganbetholiganbet girişcasibom girişjojobetjojobet girişjojobet güncel girişCasibom