শিলিগুড়ি,১৬ সেপ্টেম্বরঃ মাটিগাড়ার জোড়া খুনের ঘটনার তদন্তে নামতেই পুলিশের হাতে উঠে আসছে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য।ইতিমধ্যেই পুলিশের হাতে আরও এক নতুন তথ্য এসেছে বলে জানা গিয়েছে।যে কারণে অভিযুক্ত মহম্মদ আখতার হুসেনকে ৮ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হল।
আজ অভিযুক্তকে ফের শিলিগুড়ি আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে বিচারকের কাছে পুলিশি হেফাজতের আবেদন জানায় পুলিশ।সেইমতো বিচারকের তরফে মহম্মদ আখতার হুসেনকে ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
অন্যদিকে এই বিষয়ে সরকার পক্ষের আইনজীবী সুদীপ রায় বাসুনিয়া জানান,জোড়া খুনের ঘটনায় আজকে মহম্মদ আখতার হুসেনকে আদালতে তোলা হয়েছিল।বিচারক চারমাস আগে খুন হওয়া তরুণীর ঘটনার তদন্তের স্বার্থে অভিযুক্তকে ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।