রাজগঞ্জ, ২৫ সেপ্টেম্বরঃ শিলিগুড়ি টাইমসের খবরের জের, লিভারের জটিল রোগে আক্রান্ত অরজিৎ দাসের পাশে এসে দাঁড়ালেন সমাজকর্মী মদন ভট্টাচার্য, দিলেন সাহায্যের আশ্বাস।
প্রসঙ্গত,রাজগঞ্জের ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ধনতলার কৃষ্ণনগর কলোনির অরজিৎ দাস লিভারের জটিল রোগে ভুগছেন।চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ভর্তি হলেও চিকিৎসকেরা বাইরে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।তবে আর্থিক সামর্থ্য না থাকায় বাইরে যাওয়া হয়নি।এদিকে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতালে গেলেও কেউ রাজি হয়নি।তার এই খবর গত বুধবার শিলিগুড়ি টাইমসে সম্প্রচারিত হয়।এরপরই তাকে সাহায্য করতে এগিয়ে আসেন সমাজকর্মী মদন ভট্টাচার্য।পাশে থাকার আশ্বাস দেন তিনি।
এই বিষয়ে মদন ভট্টাচার্য বলেন, খবর দেখে আজ ফুলবাড়ি এলাকার অরজিৎ দাসের সঙ্গে কথা বললাম।আমি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের প্রিন্সিপালের সাথে কথা বলছি তার চিকিৎসার বিষয়ে।তাকে সুস্থ করতে তুলতে সবরকম চেষ্টা করব।প্রয়োজনে বাইরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার জন্য সবরকম সাহায্য করবেন বলে জানান তিনি।