শিলিগুড়ি, ৩ আগস্টঃ কিডনির জটিল রোগে আক্রান্ত মেয়ে।শীঘ্রই দরকার কিডনি প্রতিস্থাপনের।শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে সাহায্যের আবেদন করলেন অসহায় বাবা।
জানা গিয়েছে, ২০১৮ সালে শিলিগুড়ির বাসিন্দা ধনঞ্জয় বিশ্বাসের মেয়ে পিয়ালি বিশ্বাসের জ্বর হয়। শিলিগুড়ি জেলা হাসপাতালে এবং পরে একটি নার্সিংহোমে চিকিৎসা করিয়ে প্রথমে ইউরিন ইনফেকশন ধরা পড়ে।এরপর কিডনির সমস্যা ধরা পড়ে পিয়ালির।সেইসময় উন্নতমানের চিকিৎসার জন্য ভিন রাজ্যে নিয়ে যাওয়া হয় তাকে।সেই থেকে মেয়েকে বাঁচাতে লড়াই করে চলেছেন অসহায় বাবা।
বর্তমানে দিল্লির এইমসে ভর্তি রয়েছে পিয়ালি।চিকিৎসার জন্য প্রচুর টাকার প্রয়োজন।ইতিমধ্যেই জমি-জায়গা সব বিক্রি করে মেয়ের চিকিৎসা করিয়েছেন।বর্তমানে অর্থের অভাবে ভুগছেন তিনি।এই পরিস্থিতিতে সাহায্যের আর্জি জানালেন বাবা ধনঞ্জয় বিশ্বাস।
তিনি জানান, বর্তমানে মেয়ের ওষুধ কেনার সামর্থ্য আমার নেই।অতি শীঘ্রই কিডনি স্থাপন না করা হলে মেয়েকে হয়তো বাঁচাতে পারবো না।তাই কোন সহৃদয় ব্যক্তি যদি মেয়েকে কিডনি দান করেন এবং আর্থিকভাবে সাহায্য করেন তাহলে কৃতজ্ঞ থাকবো।
কোন সহৃদয় ব্যক্তি সাহায্য করতে চাইলে যোগাযোগ করুন এই নম্বরে-89271-52372, 98320-16644।