রাজগঞ্জ, ২৯ আগষ্টঃ ২৯ দিনের শিশুকন্যা জটিল রোগে আক্রান্ত।চিকিৎসা করানোর সামর্থ্য নেই দিনমজুর পরিবারের।শিশুটিকে সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার আশায় সাহায্যের আর্জি পরিবারের।
রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের সাহেব বাড়ি গ্রামের নৃপেন দাস দিনমজুরির কাজ করেন। কোনরকমে সংসার চলে তার।গত ১ আগষ্ট নৃপেন বাবুর শিশু কন্যার জন্ম হয়।শিশুর শিরদাঁড়াটি বেকে ইংরেজি ইউ আকার নিয়েছে৷
এদিকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেই এই রোগের চিকিৎসা ব্যবস্থা।কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসার পরামর্শ দেন চিকিৎসকেরা।সেই চিকিৎসার জন্য প্রয়োজন ২ লক্ষ টাকা।
কিন্তু কিভাবে এই দিনমজুর পরিবার টাকা জোগাড় করবেন তাই ভেবে রাতের ঘুম কেড়ে নিয়েছে বাবা নৃপেন দাসের। তাই কোলের শিশুকে বাঁচাতে সাহায্যের আর্জি জানিয়েছেন অসহায় পরিবার।