জটিল রোগে আক্রান্ত হয়ে বাড়িতে শয্যাশায়ী ফুলবাড়ির ছোট্ট অর্জুন, সাহায্যের আর্জি পরিবারের

ফুলবাড়ি, ২৩ মেঃ দীর্ঘ চারবছর ধরে জটিল রোগে আক্রান্ত হয়ে বাড়িতেই শয্যাশায়ী ১৩ বছরের অর্জুন রায়।ছেলের চিকিৎসার জন্য সাহায্যের আর্জি পরিবারের।


ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অম্বিকানগর এলাকার বাসিন্দা বুলন রায় ও লক্ষ্মী রায়ের ছেলে অর্জুন রায়।জীবনের একটা সময় হেসে খেলে স্কুলে গিয়ে পড়াশোনা করতো অর্জুন।পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়াও করেছে সে।এরপর মাত্র ৯ বছর বয়সে আচমকাই ঘটে যায় বড় অঘটন।গত চারবছর আগে জ্বর হয় তার।চিকিৎসা করে জানা যায় নার্ভের সমস্যা রয়েছে।

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সহ ভিন রাজ্যে গিয়ে চিকিৎসা করে কোন লাভ হয়নি।আর্থিক  অভাবের জেরে এখন ছেলের চিকিৎসা করাতে পারছেন না অসহায় বাবা-মা।গত চার বছর ধরে বিছানা ছেড়ে উঠতেই পারছে না ছোট্ট অর্জুন।


অর্জুনের বাবা বুলন রায় রাজমিস্ত্রির কাজ করে কোনোরকমে সংসার চালান।টাকার অভাবে ছেলের চিকিৎসা করাতে পারছেন না।তাই সহযোগিতার আর্জি জানিয়েছেন তারা।একটা হুইলচেয়ারের ব্যবস্থা হলে ছেলে বিছানা ছেড়ে বেড়াতে পারবে বলে জানান অর্জুনের বাবা মা।

কোন সহৃদয় ব্যক্তি সাহায্য করতে চাইলে যোগাযোগ করুন 80164-27787 এই নম্বরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *