শিলিগুড়ি, ২৬ ফেব্রুয়ারিঃ জটিল রোগে আক্রান্ত ১১ বছরের সাবানা খাতুন।মেয়ের চিকিৎসার জন্য সাহায্যের আর্জি পরিবারের।
জানা গিয়েছে, শিলিগুড়ির ৩৪ নম্বর ওয়ার্ডের সুর্যসেন কলোনি ই-ব্লকের বাসিন্দা সইদুল ইসলামের মেয়ে সাবানা খাতুন ষষ্ট শ্রেনীর ছাত্রী।গত একবছর আগে শ্বাস কষ্টের সমস্যা নিয়ে তাকে ভর্তি করা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।চিকিৎসকেরা জানায় যে তার গলায় টিউমার রয়েছে।এরপর দুবার গলায় অস্ত্রপ্রচারও হয়েছে।তবে সুস্থ হয়ে উঠেনি সাবানা।এরপর কলকাতায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা।
এদিকে বাইরে চিকিৎসার জন্য নিয়ে যেতে হলে প্রচুর অর্থের প্রয়োজন।সইদুল ইসলাম গাড়ি চালক।কোনোরকমে চলে সংসার।এই পরিস্থিতিতে কিভাবে মেয়েকে বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করাবেন তা নিয়ে চিন্তায় পড়েছেন।এই কারণে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি।
