শিলিগুড়ি, ৩ আগস্টঃ পেটের জটিল রোগে ভুগছে শিলিগুড়ির ৩৩ নম্বর ওয়ার্ডের গেটবাজার সংলগ্ন সিং পাড়ার বাসিন্দা সুরজিৎ সিং এর ছোট ছেলে পঙ্কজ সিং।তার চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ।
জানা গিয়েছে, সুরজিৎ সিং এর ৯ জনের সংসার।লটারির দোকান করে কোনোরকমে সংসার চালান।এদিকে দীর্ঘদিন ধরে তার ছোটো ছেলে পঙ্কজ পেটের জটিল রোগে ভুগছে।ছেলের জটিল রোগের খরচ বহন করতে হিমসিম খেতে হচ্ছে দরিদ্র পরিবারটিকে।উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ সহ একাধিক বেসরকারী হাসপাতালে চিকিৎসা করার পরও সুস্থ না হওয়ায় এখন টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে বাড়িতেই শয্যাশায়ী ছোটো পঙ্কজ।এই অবস্থায় ডাক্তাররা তার সুচিকিৎসা করানোর জন্য বাইরে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।তবে করোনা পরিস্থিতিতে সংসার চালাতে যেখানে নুন আনতে পান্তা ফুরায় সেখানে কি করে ছেলেকে বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করাবেন তা ভেবেই রাতের ঘুম উড়েছে পরিবারের।
এদিকে বিষয়টি জানতে পেরে মঙ্গলবার সুরজিৎ সিং এর বাড়িতে যান শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ সহ অন্যান্য বিজেপির কর্মীরা।এদিন ছোট্ট পঙ্কজের চিকিৎসার জন্য সবরকম ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি।বিধায়কের আশ্বাসে ছেলের চিকিৎসা নিয়ে আশায় বুক বেঁধেছেন পঙ্কজের পরিবার।