শিলিগুড়ি,২৬ জানুয়ারিঃ ভারতবর্ষের জাতীয় সংবিধান রক্ষার্থে যৌথভাবে ‘সংবিধান বাঁচাও দিবস’ পালন করল বাম-কংগ্রেস।
এদিনের মঞ্চে কংগ্রেস নেতা তথা নকশালবাড়ির বিধায়ক শঙ্কর মালাকার জানান, কেন্দ্রের বর্তমান সরকার ভারতীয় সংবিধান কে ভেঙে আরএসএস এর সংবিধান আনতে চাইছে। তাই আজ ধর্মনিরপেক্ষতা রক্ষার্থে বামফ্রন্ট এবং কংগ্রেসের এই যৌথ উদ্যোগ। পাশাপাশি তিনি এনআরসি, এনপিআর, সিএএ এরও বিরোধিতা করেন।
অন্যদিকে অশোক ভট্টাচার্য জানান, যে আজকে সারা দেশজুড়ে এই কর্মসূচি পালন করা হচ্ছে। তিনি জানান এই আন্দোলন সংবিধানকে বাঁচানোর আন্দোলন। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি এদিন তিনি রাজ্য সরকারের ওপরেও তোপ দাগেন।