প্রজাতন্ত্র দিবসের আগে জয়ঁগায় আগ্নেয়াস্ত্র সহ গ্ৰেপ্তার ২

জয়গাঁ,২৫ জানুয়ারিঃ প্রজাতন্ত্র দিবসের আগে ভুটান সীমান্ত জয়ঁগা থেকে আগ্নেয়াস্ত্র সহ দুজনকে গ্ৰেপ্তার করল এসএসবি’র ৫৩ নম্বর ব‍্যাটালিয়ানের জওয়ানরা।


শনিবার আলিপুরদুয়ার জেলার ভারত-ভুটান সীমান্ত জয়ঁগাতে গোপন সুত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি ৭.৬২ এমএম পিস্তল এবং তিনটি ম‍্যাগাজিন ও ১৩ রাউণ্ড গুলি সহ দুই জনকে গ্ৰেপ্তার করে এসএসবি।ধৃতদের নাম সজল আলি ও ইসরফ আলি।ধৃতরা মালদার বাসিন্দা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom girişcasibomcasicasibomcasibom 726Bonus veren sitelerCasibom 2024 - 2025Canlı BahisBedava deneme bonusucasibom güncel girişcasibomcasibomcasibom