জলপাইগুড়ি থেকে দার্জিলিং মেল এর স্টপেজ তুলে নেওয়ায় প্রতিবাদে ‘পেন ডাউন’ করল বার অ্যাসোসিয়েশন

জলপাইগুড়ি,১৫ জানুয়ারিঃ জলপাইগুড়ি থেকে দার্জিলিং মেল এর স্টপেজ তুলে দেওয়া সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। চলতি বছর ১০ এপ্রিল থেকে দার্জিলিং মেল নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে৷ এর প্রতিবাদে আজ আন্দোলনে নামল জলপাইগুড়ি হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন সহ অনান্য গন সংগঠন গুলি। রেলের এই সিদ্ধান্তের প্রতিবাদে আজ দু’ঘণ্টা ‘পেন ডাউন’ করে এবং মিছিল ও কর্মবিরতি পালন করে এর প্রতিবাদ করে জলপাইগুড়ি হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন। রেলের এই তঘলুকি সিদ্ধান্ত বদল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে দাবি বার অ্যাসোসিয়েশনের। তাদের দাবি কোন অবস্থাতে হলদিবাড়ি থেকে দাজিলিং মেল এর দুটো কোচ তুলে নেওয়া যাবেনা।


গতকাল একটি সাংবাদিক বৈঠক করে জেলা দায়রা আদালতের বার অ্যাসোসিয়েশনের সহ সভাপতি গৌতম পাল বলেন, “আদালতে দু’ঘণ্টা কর্মবিরতি রেখে শহর জুড়ে মিছিল করে রেলের সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হবে”। সার্কিট বেঞ্চের বার অ্যাসোসিয়েশনের সভাপতি কমলকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় বলেন, “আগের মত দার্জিলিং মেল চালানো হোক আমরা এটাই চাই। রেল যে সিদ্ধান্ত নিয়েছে এর প্রতিবাদ জানাই। হলদিবাড়ি পর্যন্ত ইলেকট্রিক লাইনের ব্যবস্থা করা হোক। রেলের সিদ্ধান্ত বদল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে”।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *