করোনার মধ্যেই এবার জলপাইগুড়িতে এনসেফেলাইটিসের থাবা, মৃত ১

জলপাইগুড়ি,২ জুনঃ করোনার মধ্যেই এবার জলপাইগুড়ি শহরে এনসেফেলাইটিসের থাবা।মৃত্যু হল এক ব্যক্তির।মৃত ব্যক্তি জলপাইগুড়ি পান্ডাপাড়ার বাসিন্দা শেখর সরকার(৪৮)।


এদিকে গতকাল রাতে শেখর সরকারের মৃত্যুর পর আজ সকালে শেখর বাবুর বাড়ির পাশে বাজারে একটি শুকরের মৃত্যু হয়।ঘটনা ঘিরে এলাকার বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।

জলপাইগুড়ি পান্ডাপাড়ার বাসিন্দা শেখর সরকার আলিপুরদুয়ার শিক্ষা দপ্তরের কর্মী ছিলেন।গত ৪০দিন ধরে অসুস্থ ছিলেন শেখর বাবু।গত ১৫ দিন ধরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন থাকার পর সোমবার গভীর রাতে মৃত্যু হয় শেখর সরকারের।মৃত্যুর কারন হিসেবে জানানো হয় তিনি এনসেফেলাইটিস রোগে আক্রান্ত ছিলেন।


এদিকে স্থানীয়রা জানান, আজ সকালেই শেখর সরকারের বাড়ির পাশে অবস্থিত কালিবাড়ি বাজারে একটি শুকর মারা যায়।শুকর এনসেফেলাইটিসের বাহক।স্থানীয়রা জানান, শেখর সরকারের বাড়ির পাশে অবাধ বিচরণ শুকরের।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,প্রশাসনকে একাধিকবার বলা হলেও শুকর ধরার কোনো পদক্ষেপ নিচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom 726Onwincasibom girişbahsegel girişcasino sitelericasibom giriscasibomonwingrandpashabet girişholiganbetbets10 günceljojobet girişonwin girişgrandpashabet