জলপাইগুড়ি, ১১ এপ্রিলঃ জেলায় জেলায় স্বাস্থ্যকর্মীদের করোনা রোগীদের সোয়াব সংগ্রহের প্রশিক্ষন দেওয়ার ব্যবস্থা করতে চলেছে রাজ্য সরকার।সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টি জানালেন স্বাস্থ্য দপ্তরের টাস্ক ফোর্সের আধিকারিক ডঃ গোপাল কৃষ্ণ ঢালি।
শনিবার জলপাইগুড়ির বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে তৈরী কোভিড হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্য দপ্তরের টাস্ক ফোর্সের আধিকারিকরা।ডঃ দীপঙ্কর বন্দোপাধ্যায় ও ডঃ গোপাল কৃষ্ণ ঢালি এদিন ডঃ সুশান্ত রায়, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ রমেন্দ্রনাথ প্রামানিক, সদর হাসপাতালের সুপার ডাঃ গয়ারাম নস্করকে সঙ্গে নিয়ে হাসপাতাল পরিদর্শন করেন।
ডঃ গোপাল কৃষ্ণ ঢালি জানান, জেলায় জেলায় স্বাস্থ্য কর্মীদের করোনা রোগীদের সোয়াব সংগ্রহের প্রশিক্ষন দেওয়া হবে। তিনি আরও বলেন আমাদের কিটের সমস্যা রয়েছে। কেন্দ্র পর্যাপ্ত কিট দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনের দুটি ব্লকে কোভিড হাসপাতাল তৈরি হয়েছে।এখানে ম্যান পাওয়ার সহ আনুসাঙ্গিক যন্ত্র বা চিকিৎসা পরিকাঠামো অন্যান্য জেলার থেকে ভালো। ইতিমধ্যেই ব্লক এ তে এসি, ফ্যান লাগানো হয়েছে। এছাড়াও রোগীদের ঢোকানোর জন্য র্যাম্প বসানো হয়েছে।