জলপাইগুড়ি,১৫ ডিসেম্বরঃ ২০২১ এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মঙ্গলবার জলপাইগুড়ির এবিপিসি মাঠে জনসভায় যোগ দিয়ে একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।একটানা ৩৫ মিনিটের ভাষণে উত্তরবঙ্গের বিভিন্ন জনজাতির মানুষের উন্নয়ন, রায় সাহেব মনিষী ঠাকুর পঞ্চানন বর্মা, আব্বাসউদ্দীন সাহেব, নারায়ণী ব্যাটেলিয়ান সহ বেশ কিছু প্রকল্পের কথা উঠে আসে মুখ্যমন্ত্রীর বক্তব্যে।আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণার পাশাপাশি রাজ্য পুলিশে নারায়ণী ব্যাটেলিয়ন গঠনের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
তবে এদিনের জনসভায় বিজেপিকে আক্রমণ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী।ডুয়ার্সের চা বাগান ও পাহাড়ের গোর্খাল্যান্ড প্রসঙ্গকে উসকে দিয়ে বিজেপিকে একহাত নেন তিনি।বলেন, ‘ওরা বলেছিল লোকসভা ভোটে জিতলে ডুয়ার্সের ৭টি চা বাগান খুলে দেবে৷কিন্তু একটা বাগানও খুলতে পারেনি৷এছাড়াও পাহাড়ের মানুষ ওদের ভাওতা ধরে ফেলেছে৷পাহাড়ের স্থায়ী সমাধান আমরাই করব’।
সাম্প্রদায়িক সুড়সুড়ি দিয়ে বাইরে থেকে গুন্ডা নিয়ে এসে দাঙ্গা করে ভোট করাতে চাইছে বিজেপি।সেই ফাঁদে পা না দেওয়ার বার্তা দেন মুখ্যমন্ত্রী।তিনি বলেন,‘বিজেপির প্রতিশ্রুতি মানে তো প্রতারণা।কুৎসা ও হিংসার ধর্ম তৈরি করেছে বিজেপি’।পাশাপাশি এদিন এনআরসি-এনপিআর নিয়েও বিজেপি ও কেন্দ্র সরকারকে একহাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়।