জলপাইগুড়ি,১৮ অক্টোবরঃ করোনা পরিস্থিতিকে মাথায় রেখে পুজোতে সকল মানুষকে মুখে মাস্ক পড়ে রাস্তায় বের হওয়ার অনুরোধ পুলিশের।এছাড়াও যারা মাস্ক কিনতে পারছেন না তাদের মাস্ক দিয়ে সাহায্য করার আবেদন পুলিশের।জলপাইগুড়িতে দুর্গা পুজোর গাইড ম্যাপ উদ্বোধন করতে এসে পুজো কমিটি সদস্যদের এমনি জানালেন উত্তরবঙ্গ পুলিশের আইজি বিশাল গর্গ।
শনিবার সন্ধ্যায় জলপাইগুড়ি পৌরসভার প্রয়াস হলে গাইড ম্যাপের উদ্বোধন করেন উত্তরবঙ্গের পুলিশের আইজি বিশাল গর্গ।এদিন পুজোয় চাইল্ড কেয়ার কার্ড সহ পুলিশ কর্মীদের রেসকিউ এর সরঞ্জাম প্রদান করেন আইজি।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইজি বিশাল গর্গ, জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি কল্যাণ মুখোপাধ্যায়, জলপাইগুড়ি জেলা শাসক অভিষেক তিওয়ারি, জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব ও জলপাইগুড়ি পুরসভার প্রতিনিধিরা সহ শহরের সমস্ত পুজো কমিটির প্রতিনিধিরাও।
এদিন আইজি (উত্তরবঙ্গ) বিশাল গর্গ জানান, এবারও পুজো গাইড ম্যাপ তৈরী করা হয়েছে।একটা পরিস্কার বার্তা আছে আমাদের।সেটা হল আনন্দ করুন কিন্তু সতর্ক হয়ে।অনেকেই দীর্ঘদিন বাড়িতে আছেন।তারা পুজোতে বাইরে বের হবেন এটাও ঠিক।কিন্তু সাবধানে থাকতে হবে আপনাদের।কোথাও ভিড় করা যাবে না।সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পড়ে ঠাকুর দেখুন।