জলপাইগুড়ি,২২ জানুয়ারিঃ জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে আয়োজিত হতে চলেছে ম্যারাথন দৌড়। পুরপতি মোহন বোস সাংবাদিক সম্মেলন করে জানান, ২৮ জানুয়ারি সকালে পুরসভার সামনে থেকে ম্যারাথন শুরু হবে। এরপর বিভিন্ন এলাকা পরিক্রমা করে পুনরায় পুরসভায় এসে শেষ হবে।
পুরসভার আয়োজিত ম্যারাথন দৌড়ে প্রথম প্রথম পুরস্কার ১ লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার ৭৬ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ৫০ হাজার টাকা। ইতিমধ্যেই দেশের ২৪ টি রাজ্য থেকে ম্যারাথনে প্রতিযোগীরা নাম নথিভুক্ত করিয়েছেন। কেনিয়া, ভুটান, নেপাল থেকে প্রতিযোগীরা অংশ নিতে আসছেন।
এদিন পুরসভার দপ্তরে পুরপতি মোহন বোস এক সাংবাদিক বৈঠক করে জানান, প্রতিবছর আমরা এই ম্যারাথনের আয়োজন করে থাকি। আন্তর্জাতিক মানের ম্যারাথন প্রতিযোগীতার রুপ নিয়েছে। আমরা আশাবাদী এবার কয়েক হাজার প্রতিযোগী এই ম্যারাথনে অংশ নেবেন।